- বুধবার ৮ এপ্রিল, ২০২০ / ১১২ জন দেখেছে
মঠবাড়িয়ার মিরুখালী (B.C.C) এর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ।
মেইল বক্সঃ- মোঃ শাহিন আলম
মঠবাড়িয়া থানার মিরুখালি ইউনিয়নের যুবকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন Barashoula Courtesy Council (B.C.C) বর্তমান দেশের পরিস্থিতি Covid-19 এর সাময়িক পরিস্থিতি বিবেচনা করে আর্ত মানবতায় লক্ষে গতকাল ৭ এপ্রিল ২০২০ইং ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের জন্য ৬০ টি পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়।
সংগঠনটি সকল পরিস্থিতিতে তাঁদের সাধ্য অনুযায়ী নিজস্ব অর্থায়নে মানুষের পাশে দাড়াতে সর্বদাই চেষ্টা করে যাবে বলে বাংলার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃসাইফুল গাজী
উপদেষ্টা মোঃ সোয়াইব গাজী
উপদেষ্টা মোঃ রিয়াজ হাওলাদার
যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার
যুগ্মসাধারণ সম্পাদক রুবেল গাজী সহ অন্যন্য সদস্য বৃন্দ।