রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে ছিনতাইকারীদের কবলে পড়ে কোস্টার হেজ ৫ শ্রমিক আহত, গ্রেপ্তার-১
মোঃ আলাউদ্দিন খোকন ঃ- চট্টগ্রাম
চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিকরা গত ২৬ ডিসেম্বর বহি নোঙ্গরে মাদার ভেসেলে পণ্য খালাসের কাজ করতে যাওয়া অবস্থায় চরপাড়া ঘাটে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিকরা গত ২৬ ডিসেম্বর বহিঃ নোঙ্গরে মাদার ভেসেলে পণ্য খালাসের কাজে জাহাজে যাওয়ার পথে চরপাড়া ঘাট এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে ৫ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম কোস্টার হেজের শ্রমিক মোঃ মুসামিয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ আযাদ, মোঃ শাহাজাহান, মোঃ সেলিম সংঘবদ্ধ ছিনতাইকারীরা মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা পয়সা, বাজার স্বদাই ও মোবাইল নিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ উল্লাহ, পিতা- মোখলেছুর রহমান, ছাগলনাইয়া, ফেনী নামে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। এসময় ছিনতাইকারী মোঃ সেলিম, মোঃ জাহিদ, মোঃ জাফর উল্লাহ ছিনতাই করে পালিয়ে যায়। পতেঙ্গা থানা পুলিশ জানান, পালিয়ে যাওয়ার ছিনতাইকারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সেলিম বাদী হয়ে পতেঙ্গা থানায় ছিনতাই ও দুস্যু আইনে মামলা করেন। মামলা নং- ১৮, তারিখ- ২৭/১২/২০২৩ই।