শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
নীলফামারী ডোমারে পুজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ,সম্পাদক দেবব্রত রায় (তপু)
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের গনেশ কুমার আগরওয়ালাকে সভাপতি ও দেবব্রত রায় (তপু)কে সাধারণ সম্পাদক করে লিখিত অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদ কমিটি।
শনিবার ২০ ই শে মে রাত ৬ টায় ডোমার নাট্য সমিতি হল রুমে ডোমার শাখা পুজা উদযাপন পরিষদ এ বর্ধিত সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বাবু রামকৃষ্ণ বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় (বাদল) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক দিপক চক্রবর্তী, আমণন্ত্রিত অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী,বাবু রাম নিবাশ আগরওয়ালা,শেখর চন্দ্র সাহা,বিশিষ্ট ব্যবসায়ী মন্টু কুণ্ডু প্রমুখ।
সভায় জেলা কমিটি পূর্বের ডোমার শাখা পুজা উদযাপন পরিষদ আহব্বায়ক কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত সকল সদস্যদের
মতামতের ভিত্তিত্তে দুই বছরের জন্য গনেশ কুমার আগরওয়ালা কে সভাপতি ও দেবব্রত রায় (তপু)কে সাধারণ সম্পাদক করে
সাত দিনের মধ্যে ডোমার উপজেলার পূর্নাংঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী, প্রতিনিধিঃ০১৭৪৭৬১৪৫৩৭