সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে ধর্ষন মামলার আসামি গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমারে জোড় পূর্বক ধর্ষন মামলায় প্রদিপ চন্দ্র রায় (৪০) নামে এক যুবকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতার যুবক উত্তর মটুকপুর সরকার পাড়া
এলাকার মৃত চিত্তরঞ্জন রায়ের ছেলে।
তার বিরুদ্ধে ভুক্তভোগীর ভাই অভিযোগ এনে
থানায় মামলা দ্বায়ের করে।
বৃহস্পতিবার(২০ জুলাই) মামলা করার পরেই তার বাড়ি থেকে আসামি দিলিপ চন্দ্র রায় কে গ্রেফতার করে পুলিশ।
থানা সুত্রে যানাজায় স্বামী পরিত্যাক্ত ঐ নারী (৪৮) দীর্ঘ ধরে তার বাবার বাড়িতে বসবাস করত।প্রতিবেসী হওয়ার সুবাদে বাবার বাড়িতে আসার পর থেকেই দীলিপ চন্দ্র রায় নানা প্রলোভন ও করুচিপূর্ণ প্রস্তাব দিয়ে আসত। গত(১৫ জুলাই)শনিবার ফসলের মাঠ থেকে সকাল এগারোটার দিকে বাড়িতে ফিরতে ছিলো ঐ নারী, এ সময় একা পেয়ে নিজ বাড়ির পার্শ্বে খড়ের পালার আড়ালে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। লোক লজ্জার ভয়ে কাউকে না জানালে পড়ে অসুস্থ্য হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ভুক্তভোগীর ভাইয়ের মামলায় দীলিপ কে
গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের
দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।যার মামলা নম্বর-
১৮, ২০ জুলাই ২৩ ইং।