মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
পিকনিক এসে সাগর বাড়ি ফিরল লাশ হয়ে
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
আনন্দের সৃতি বিষাদে রুপ নিয়েছে,
নীলফামারীর ডিমলা তিস্তায় সাগর চন্দ্র নামে এক শিশুর পানিতে পরে মৃত্যু হয়েছে।
ঘটনা শনিবার (১১ ই মার্চ) দুপুড় বেলা নীলফামারী ডিমলা তিস্তা ব্যারাজের ক্যানেলে
কয়েক বন্ধু মিলে গোসল করতে গেলে এ ঘটনা
ঘটে।
মৃতের ঠিকানা ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গ্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে সাগর চন্দ্র (১৫) তিনি রাণীসংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড
কলেজ এর দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে ও তিস্তা ব্যারেজ টহলরত আনসার শফিকুল ইসলাম মারফত জানাযায় কয়েক বন্ধু মিলে তারা গোসল করতে যায়,কিন্তু সে সাতার না জানায় এমন দুর্ঘটনার সিকার হয়। সে রাণীসংকৈল থেকে বাসে করে পিকনিক খেতে আসছিল ।
হাতিবান্ধা উপজেলার দোয়ানি ফারির দ্বায়ীত্বরত উপ পরিদর্ষক (এসআই) দ্বীপ্ত কুমার
সিংহ মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।