রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
নীলফামারীতে এনজিওর ঋণের কিস্তির টাকার চাপে পড়ে গৃহ বধুর আত্মহত্যা
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমারে বে-সরকারী সংস্থা এনজিওর ঋণের কিস্তির টাকার চাপে পড়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
নিপা রানী (২৭) নামে ঋণের কিস্তির টাকার চাপে পরে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ তুলছে এলাকা বাসী এনজিও উপরে। মৃত গৃহবধু সোনারায় ইউনিয়নের বড়গাছা ডাংঙ্গা পাড়া এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। প্রতিবেশী পারুল বলেন তারা আশা এনজিওর কাছে ৮০ হাজার, ব্র্যাকে ৩০ হাজার, শার্প এর কাছে ২০ হাজার টাকা ঋন নিয়েছেন। বাড়িতে প্রতি সপ্তাহে ঋণের কিস্তির আদায় করার অফিসার আসতো। তারিখ দিয়ে ও টাকা দিতে পারতো না নিপা। মান সম্মান, আত্মমর্যাদা, লজ্জার করনে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা।
তাছারা তার স্বামী ও বাড়িতে ছিল না। ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে স্বামী তার সংসার চালাত । ঘটনা বৃহস্পতিবার ১২ ই জানুয়ারী বিকাল বেলা। পাঁচটা সময় বাড়িতে রাখা ইদুর মারার বড়ি নীপা রানী কখন খেয়ে ফেলে আমরা জনিনা।পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা টেরপেলে তাকে উদ্ধার করে অটোরিকশা করে দ্রুত নীলফামারী আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন স্থানীয়রা।দীর্ঘ দুই দিনে চিকিৎসায় তার স্বাস্থ্যের কোন উন্নতি না হলে শুক্রবার সন্ধ্যায় মেডিকেলই সে মৃত্যু বরন করেন ।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী ইদুর মারার বড়ি খেয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
উল্লখ্য, শার্প ও ব্র্যাক,এনজিওর ঋনের তথ্য না পেলেও আশি হাজার টাকা আশা এনজিওর পাঁশবই থেকে নিশ্চিত হওয়া যায় । কথা হলে আশা পলাশবাড়ী এরিয়া ম্যানেজার মাজেদুল ইসলাম বলেন তথ্য লুকিয়ে কেউ যদি ঋন গ্রহন করেন আমরা কি করব। বিশিষ্ট জনের অভিযোগ ব্যবসা বানিজ্য ছাড়া দিনে আনে দিনে খায় এমন মানুষ কোন প্রক্রিয়ায় এনজিও গুলো এতটাকা ঋন দেয়।