বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
নড়াইলের মির্জাপুরে ২ কেজি গাজা ও ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ি গ্রেপ্তার ।
এম মাহমুদুল হাসান(নিপুন)।
নড়াইল প্রতিনিধি।
১২ নং বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে ২ কেজি গাজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শিমুল শেখ (৩৬)কে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ ।
নড়াইল জেলাকে জুয়া ও মাদক মুক্ত করার লক্ষ্যে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোসা: সাদিরা খাতুন মহোদয়ের দিক নির্দেশনায়, নড়াইল (ডিবির) ওসি মো: সাজেদুল ইসলামের নেতৃত্বে,ডিবির এস আই সাইফুল ইসলাম ও এএস আই নাহিদ সহ ডিবির এক দল চৌকস টিম ১৬/০৩/২০২৩ তারিখ রাত ০৯.২০ ঘটিকার সময় মির্জাপুর পশ্চিম পাড়া গ্রামের শিমুল শেখ (৩৬) পিতা- মতলেব শেখ,কে আটক করে। উপস্থিত এলাকা বাসির সামনে তার বাড়ি ঘর তল্লাশি করে। এসময় তার দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া দুই কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পর জব্দ করে ডিবি পুলিশ। শিমুল শেখ একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। সে তার পরিহিত ট্রাউজারে পকেটে ১৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং অভিনব কায়দায় দুই কেজি গাজা পলিথিনের প্যাকেটে করে মুড়িয়ে একটি বাজার করা ব্যাগের ভিতর করে তার নিজ বসত ঘরের মেঝেতে মাটির মধ্যে গর্ত করে লুকিয়ে রাখে। উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার হেফাজতে অবৈধ ইয়াবা ও গাঁজা রাখার কথা স্বীকার করে এবং নিজ হাতে বাহির করে দেয়। এরপর উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামি সহ মির্জাপুর বাজারে উপস্থিত ২০০ থেকে ২৫০ জন লোকের উপস্থিতিতে ওসি (ডিবি) মো: সাজেদুল ইসলাম মাদক বিরোধী সমাবেশ এবং মাদক ও জুয়ার কুফল সংক্রান্ত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। স্থানীয় সর্বস্তরের জনগণ পুলিশের এরুপ কাজে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন।