বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সিএমপি’র সদরঘাট থানার অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ তালিকাভুক্ত ৩ জন আসামী গ্রেফতার আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে লোহাগাড়ায় জনসাধারণের উদ্যেগে বিক্ষোভ মিছিল লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা ডিবি বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ ১টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে। লোহাগাড়া উপজেলার জাতীয়বাদী বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। লোহাগাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান

সিএমপি’র সদরঘাট থানার অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ তালিকাভুক্ত ৩ জন আসামী গ্রেফতার

সিএমপি’র সদরঘাট থানার অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ তালিকাভুক্ত ৩ জন আসামী গ্রেফতার

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া চট্টগ্রাম

 

চট্টগ্রাম সিএমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, জনৈক মোহাম্মদ জহিরুল আলম(৫৬) পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী ১৭২ মাঝিরঘাট রোড সেবক কলোনী গলির মুখে সোনালী বিল্ডিংয়ের ৩য় তলার পশ্চিম পাশে সোনালী পরিবহন সংস্থা নামীয় ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি পূর্ব পাশের অফিস কক্ষে তিনি ও তার বড় ভাই আব্দুস সবুর যৌথভাবে চিটাগাং সিএন্ডএফ প্রাইভেট লিঃ ব্যবসা পরিচালানা করে আসছে। প্রতিদিনের ন্যায় ইং ১৯/০১/২০২৫ইং তারিখ রাত ৯:০০ টার সময় অফিস ২টি বন্ধ করে তারা বাসায় চলে যায়। ইং ২০/০১/২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার সময় তিনি ৩য় তলার সোনালী পরিবহন সংস্থা নামীয় পশ্চিম পাশের অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পান যে, অফিসের ফাইল কেবিনেট এর লকার ভাঙ্গা ও ড্রয়ার খোলা অবস্থায়।ফাইল কেবিনেটে রক্ষিত তার নিজ নামে লাইসেন্সকৃত পিস্তল যাহার লাইসেন্স নং-১১৫০০০০৯৬, অস্ত্রের নং-০০২৪১৫ ও পিস্তলেরম্যাগাজিন সহ ৭ রাউন্ড গুলি, নগদ ১০,০০০/-টাকা এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ইং ১৯/০১/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকা হতে ২০/০১/২০২৫ ইং তারিখ সকাল ৮:০০ টার মধ্যে যে কোন সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট রোডস্থ সেবক কলোনী গলির মুখে সোনালী বিল্ডিংয়ের নিচ তলার কেচি গেইট ভেঙ্গে ৩য় তলায় উঠে ৩য় তলার মূল দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং ৩য় তলার পূর্ব ও পশ্চিম পাশের অফিস কক্ষ ২টিতে থাকা ফাইল কেবিনেট
ও লকার ভেঙ্গে সর্বমোট নগদ ২,০২,০০০/-টাকা এবং উপরোক্ত লাইসেন্সকৃত পিস্তল ও পিস্তলের
ম্যাগাজিন সহ ০৭ রাউন্ড গুলি চুরি করিয়াছে মর্মে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ সাহেব সদরঘাট থানার মামলা নং-০৬, তারিখ-২০/০১/
২০২৫ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু
পূর্বক মামলার তদন্তভার সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/মোঃ আব্দুল্লাহ এর উপর ন্যস্ত করা হলে এসআই/মোঃ আব্দুলাহ তদন্তাভার গ্রহন করার পর ঘটনাস্থল পরিদর্শন, গুপ্তচর নিয়োগ সহ আসামী সনাক্ত পুর্বক গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করেন। মামলার তদন্তকালীন একপর্যায়ে আসামী মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু (২৬) কে সনাক্ত পূর্বক গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার দেওয়া তথ্য মতে, পরবর্তীতে গত ইং ০৮/০৪/২০২৫ তারিখে আসামী জিল্লুর রহমান রহিত (২৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানো হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩) ও মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২৭) কে শোন এরেস্ট মূলে অত্র মামলায় গ্রেফতার
দেখানো হয়। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আসামী আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩), মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২৭) ও মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু (২৬) গণকে ইং ১২/০৫/২০২৫ তারিখে ০২(দুই) দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডে এসে আসামীগণ জানায় যে, ইং ১৯/০১/
২০২৫ তারিখ রাত ০৯:০০ ঘটিকা হতে ২০/০১/
২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট রোড সেবক কলোনীর গলির মুখে সোনালী বিল্ডিংয়ের ২য় তলা পূর্ব পাশের কক্ষের চিটাগাং সিএন্ডএফ প্রাইভেট লিঃ এর অফিস কক্ষ হতে চুরি করে পরবর্তীতে যেকোন একসময় মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান নিকট এক লক্ষ টাকায় বিক্রি করে। বর্তমানে পিস্তলটি সদরঘাট থানাধীন বাংলাবাজার নাহার বিল্ডিংয়ের পিছনে আমির হোসেন দোভাষের বিল্ডিংয়ের উত্তর পাশে পরিত্যক্ত ভবনের
উত্তর পূর্ব কোনে পরিত্যক্ত বাথরুমের ভিতরে ইটের কনক্রিটের নিচে রক্ষিত আছে। অতঃপর সদরঘাট থানা পুলিশের একটি আভিযানিক টিম সদরঘাট থানাধীন বাংলাবাজার নাহার বিল্ডিংয়ের পিছনে আমির হোসেন দোভাষের বিল্ডিংয়ের
উত্তর পাশে পরিত্যক্ত ভবনের উত্তর পূর্ব কোনে পরিত্যক্ত বাথরুমের ভিতরে ইটের কনক্রিটের নিচ হতে পুলিশ রিমান্ডে থাকা আসামীদের দেখানো ও নিজেদের হাতে বের করে দেওয়া মতে (ক) একটি বিদেশী পিস্তল, যাহার নং-০০২৪১৫, যার একপাশে খঁমবৎ-২২ এবং অপর পাশে গধফব রহ এবৎসধহু লেখা আছে। (খ) একটি পিস্তলের ম্যাগজিন, যাহার মধ্যে ০৬ রাউন্ড পিস্তলের গুলি রয়েছে, প্রতিটি গুলির পিছনে ইংরেজিতে ঊ লেখা আছে, (গ) একটি লোহার পুরাতন সেলাই রেঞ্জ, যাহা লম্বা ১৮ ইঞ্চি, (ঘ) একটি প্লাষ্টিকের হাতলযুক্ত লোহার কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, (ঙ) একটি পুরাতন সাদা প্লাষ্টিকের বস্তা প্রাপ্ত হয়ে ইং ১২/০৫/২০২৫ তারিখ সময় ২১:৩৫ ঘটিকায় সাথে থাকা টর্চ লাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করেন। এমতাবস্থায়, আসামী ১। আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক, ২। মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান, ৩। মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু, ৪। জিল্লুর রহমান রহিত গন পরস্পর যোগসাজসে ও জ্ঞাতসারে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ও গুলি নিজেদের হেফাজত ও তত্বাবধানে রেখে  ১৯অ, ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে সিএমপি এর সদরঘাট থানার মামলা নং-৫, তারিখ- ১৩ মে, ২০২৫; ধারা- ১৯ অ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮; রুজু করা হয়।

উল্লেখ্য যে, চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র সংক্রান্তে আসামী ১। আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক এর বিরুদ্ধে ১৩ টি, ২। মোঃ আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান এর বিরুদ্ধে ২২টি, ৩। মোঃ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু এর বিরুদ্ধে ১৭টি, ও জিল্লুর রহমান রহিত এর বিরুদ্ধে ০৫টি মামলা পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com