বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ ১টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে।
ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল
আলী ঘাট সুইচগেটের দক্ষিণ পাশে ঝাউ বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএমপি”র মিডিয়া সেন্টার।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন,
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহাবুব আলম খান,পিপিএম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা এর নেতৃত্বে এসআই /মোঃ সোহেল কামাল, এসআই / মোঃ শামীউর রহমান, এসআই/রুবেল বড়ুয়া, এএসআই/ রেজাউল , এএসআই/ আলমগীর ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৭/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় । এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।