বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
যাশোরের মনিরামপুরে Rab এর সাথে বন্দুকযুদ্ধে অভয়নগরের মাদক ব্যবসায়ী রুবেল @ (জি,এম) নিহত।
ডেক্স নিউজঃ-
যশোরের মণিরামপুর উপজেলায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রুবেল ইসলাম শাওন@(জি,এম) 22 নামে এক যুবক নিহত হয়েছে র্যাবের দাবি নিহত রুবেল মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায়১০টিরও অধিক মাদক মামলা রয়েছে। রুবেল অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।র্যাবের দাবি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একদল মাদক ব্যবসায়ী মাদক কিনাবেছা করছে rab সেখানে পৌঁছানো মাত্র মাদক ব্যবসায়ীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে Rab ও গুলি ছোড়ে পরবর্তীতে rab সেখান থেকে গুলিবিদ্ধ অবস্হায় রুবেল @ (জি,এম)কে উদ্ধার করে ঘটনাস্হল থেকে একটি বিদেশি পিস্তল ও 64 বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরবর্তীতে রুবেল @(জিএম)কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে মনিরামপুর থানায়।