মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে পাহাড়তলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
মহিউদ্দিন সাগর ঃ- চট্টগ্রাম
বন্দর নগরীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ই আগস্ট) বিকালে ফলজ বৃক্ষরোপন করে নগরীর সিডিএ মার্কেট থেকে বর্ণাঢ্য একটি র্যালী শুরু করে সাগরিকা ও অলংকার মোড় প্রদক্ষিণ করে এ.কে খান মোড়ে পৌছে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত কর্মসূচীতে সংগঠনের পাহাড়তলী থানা শাখার আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিফাত হোসেন শাকিল।
পাহাড়তলী থানা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন, আকবর হোসেন মানিক, মোঃ রাসেল খান।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, ❝বিএনপি কে ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত ঘনীভূত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।❞
প্রধান বক্তার বক্তব্যে রিফাত হোসেন শাকিল বলেন, ❝চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল, এই দলে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় না। আগামী নির্বাচনের আগে নানা মুখি ষড়যন্ত্র মোকাবেলার স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। গণমানুষের দল হিসেবে বিএনপি অতীতেও জনতার পাশে ছিলো, ভবিষ্যতেও পাশে থাকবে।❞
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার উদ্দিন বশর, যুগ্ম আহবায়ক মো: শামছুল হক রানা মির্জা, মোহাম্মদ সুমন, আবুল কালাম আজাদ রাকিব, তুষার আলম, মো: দিদারুল আলম, মোহাম্মদ সেলিম, মাহবুব হোসেন, মোহাম্মদ মিন্টু, জামিউল ইসলাম জীবন। সদস্য হাবিবুর রহমান মানিক, হারুন আর রশিদ সুৃমন, আল গোলাম রাব্বি, মো: নজরুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ রুবেল সহ পাহাড়তলী থানা শাখা ও আশপাশে এলাকার স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।