রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
অভয়নগরে ঢাকা থেকে আসা পুরুষের করোনা শনাক্
অভয়নগর প্রতিনিধি-
যশোরের অভয়নগরে ঢাকা থেকে আসা পুরুষের করোনা শনাক্ত। আক্রান্ত ব্যক্তি বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা থেকে গত ২২ মে শুক্রবার আনোয়ার হোসেন (৩৯) ঈদ উপলক্ষে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি নিজেই সরাসরি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, করোনা আক্রান্ত আনোয়ার হোসেনের পরিবারের ১৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং
আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, আক্রান্ত ব্যক্তির পরিবার তথ্য গোপন করছে। সে গত শুক্রবার নয় তারও কিছুদিন আগে ঢাকা থেকে আসে এবং অবাধ চলাফেরা করতে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে সে নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ডাক্তার তার নমুনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।