সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
বন্দর থানার অভিযানে সন্ত্রাসী কর্মকান্ড ও পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত ৬ জন কে গ্রেফতার
মিডিয়া সেন্টার বন্দর থানা ঃ- ১৪ই আগষ্ট ২০২৫ ইং
অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে- বন্দর থানার একাধিক চৌকস টিম অভিযান পরিচালনা করে বিশ্বস্ত গুপ্তচর হতে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে ২টি মামলার ঘটনায় জড়িত আসামী ১। মোঃ ইরান বাদশা(২৪)’কে অত্র মামলার ঘটনার সাথে জড়িত মর্মে যথেষ্ট স্বাক্ষ্যের ভিত্তিতে ইং ১৪/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ৩.১৫ টায় হালিশহর থানাধীন ছোটপুলস্থ নাবালক মিয়ার বাড়ী হইতে গ্রেফতার করা হয়, আসামী ২। নুরুল ফায়েজ পিয়াল প্রকাশ নুরাল ফায়েজ পিয়াল(২৮)’কে অত্র মামলার ঘটনার সহিত জড়িত মর্মে যথেষ্ট স্বাক্ষ্যের ভিত্তিতে ইং ১৪/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ৪.৩০ ঘটিকায় বন্দর থানাধীন মধ্যম হালিশহর ধুপপুল এলাকা হতে গ্রেফতার করা হয়, আসামী ৩। মোঃ জোবায়ের আহমেদ নিরব(২৩) অত্র মামলার ঘটনার সহিত জড়িত মর্মে যথেষ্ট স্বাক্ষ্যের ভিত্তিতে ইং ১৪/০৮/২০২৫ তারিখ ভোর অনুমান ৫.১০ ঘটিকায় বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকা হইতে গ্রেফতার করা হয়, আসামী ৪। মোঃ ফয়সাল (২২), ৫। মোঃ সাহেদ(১৮)’দ্বয়কে ইং ১৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকা হতে বন্দর থানাধীন টেকের মোড় এলাকা হতে গ্রেফতার করা হয় এবং আসামী ৬। মনির হোসেন(২৪)’কে ইং ১৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় বন্দর থানাধীন নিমতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।