মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়া আইনজীবী পরিষদ নির্বাচনে সভাপতি মঈনুদ্দিন, সম্পাদক খাইরুদ্দিন হিরু
বাবলু বড়ুয়া চট্টগ্রাম ঃ- ১৪ ই আগষ্ট ২০২৫ ইং
চট্টগ্রাম আদালতে কর্মরত রাঙ্গুনিয়া আইনজীবীদের সংগঠন রাঙ্গুনিয়া আইনজীবী পরিষদ নির্বাচন ও ফলাফল সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (১৩ আগষ্ট) চট্টগ্রাম কোর্ট হিলে অবস্থিত নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে
রাঙ্গুনিয়া আইনজীবী পরিষদের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য নির্বাহী নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন এডভোকেট শ্যামল বরন ঘোষ , নির্বাচন কর্মকর্তা ছিলেন এডভোকেট মোহাম্মদ সেকান্দর চৌধুরী ও এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী।
নবনির্বাচিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হন এডভোকেট মোহাম্মদ মইনুদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ মামুনুর রশিদ,অর্থ সম্পাদক জয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট সাইদা খানম, নির্বাহী সদস্যরা হলেন এডভোকেট প্রিয়তোষ বড়ুয়া, এডভোকেট অশোক দাস অ্যাডভোকেট পিংকু রানী বিশ্বাস, এডভোকেট ইয়াসমিন আরা চৌধুরী শেলী, এডভোকেট আবু বক্কর তালুকদার, এডভোকেট নিখিল কুমার নাথ, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট আখতারুজ্জামান, এডভোকেট মোসলেহ উদ্দিন চৌধুরী শাহিন, এডভোকেট রেহানা আক্তার বেগম।
উল্লেখ্য এক বছরের জন্য আইনজীবী পরিষদের পরিচালনা কমিটির নির্বাচন ও ফলাফল সম্পন্ন হয়েছে।