মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বার আউলিয়া কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ইমনের নেতৃত্বে আনন্দ মিছিল
প্রতিনিধী লোহাগাড়া চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া কলেজ ছাত্র দলের কমিটি ঘোষণা করায় এবং নবগঠিত কমিটিতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সফল ছাত্রনেতা মিনহাজ উদ্দিন ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছেন কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে মিছিলটি বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ইমন,সহ-সভাপতি আরমান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন। এছাড়াও আনন্দ মিছিলে ছাত্র দলের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।