রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম
চট্টগ্রাম লোহাগাড়া বার-আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ’র নতুন কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগে নিন্দার ঝড় বইছে।
বার-আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ’র ঘোষিত ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ ও বিবাহিত যুক্ত হওয়ায় বাতিলের দাবিতে ২৪মে ( শনিবার) ১২টার দিকে লোহাগাড়ায় একটি হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
২২ মে (বৃহস্পতিবার) রাতে মোঃ মিনহাজকে সভাপতি ও মিনহাজ উদ্দিন ইমনকে সাধারণ সম্পাদক করে বার-আউলিয়া কলেজ শাখার ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপরই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কলেজ ছাত্রদলের কমিটিতে মোঃ মিনহাজকে ঘিরে এমন বিতর্কের সৃষ্টি হয়।
জানা গেছে, মোঃ মিনহাজ ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন এবং তার ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাবেক ছাত্রলীগের এক নেতা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন ‘টক অব দ্যা’ টাউনে পরিণত হয়েছে।
এতে ক্ষুব্ধ হয়ে কমিটির ১০ জনের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মো: তাহসিন,যুগ্ম সম্পাদক মো: রাইহান উদ্দিন,যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে কমিটির বিলুপ্তির দাবি জানান।
দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা স্থান পায়নি কমিটিতে এমন অভিযোগ এনে সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম স (২৪মে) শনিবার বিকেলের দিকে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন করেছেন ।
লিখিত বক্তব্য সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম বলেন, বৃহস্পতিবার রাতে ঘোষিত ১০ সদস্য কমিটিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন সভায় অংশ নেওয়া মোঃ মিনহাজকে সভাপতি ও রায়হান উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। পরিশেষে আবদুল করিম বলেন, দলের সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত আছে এমন ছাত্রদের মূল্যায়ন না করাটা বড়ই দুঃখের বিষয় । যারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে আসতেছে দলের স্বার্থে। যারা রোধে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ময়দানে কাজ করছে তাদের প্রতি নজর দেওয়ার জোর দাবি জানিয়েছেন।