সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার। ড. ইউনুস কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট ডিগ্রি প্রদান সিএমপি’র সদরঘাট থানার অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ তালিকাভুক্ত ৩ জন আসামী গ্রেফতার আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে লোহাগাড়ায় জনসাধারণের উদ্যেগে বিক্ষোভ মিছিল লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা ডিবি বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ ১টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে। লোহাগাড়া উপজেলার জাতীয়বাদী বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। লোহাগাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক।

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার।

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার।

সিএমপি মিডিয়া ঃ-  চট্টগ্রাম 

 

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিএমপি মিডিয়া সেন্টার।

ঘটনার বিবরণে জানা গেছে,

গত ইং ০৮/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় অভিযোগকারী অভিষেক বড়ুয়া (৩৫), পিতা-খোকন বড়ুয়া, মাতা-প্রবাসী বড়–য়া, সাং-পশ্চিম গহিরা, ডাকঘর-গহিরা-৪৩৪৩, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, কর্মক্ষেত্রের ঠিকানা-হাজারী গলি, জহুর কমপ্লেক্স, ২য় তলা, ধীমান স্টোর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম তার সাথে থাকা ৪টি স্বর্ণের চুড়ি, যাহার ওজন-২০০ গ্রাম, অনুমান মূল্য-২৫,০০,০০০/- নিয়ে কোতোয়ালী থানার হাজারী গলির দিকে আসার পথে অত্র থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে আসলে অজ্ঞাতনামা আসামীরা অভিযোগকারী অভিষেক বড়ুয়া এর নিকটে থাকা ৪টি স্বর্ণের চুড়ি, যাহার ওজন-২০০ গ্রাম, অনুমান মূল্য-২৫,০০,০০০/-, ২টি মোবাইল সেট মূল্য অনুমান-২০,০০০/- জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয়। ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ১৮/০৫/২০২৫ ইং তারিখ কোতয়ালী থানার একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আরমান (৩৬) ও ২। সাজু কুমার বনিক (৩০) দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ (৫টি স্বর্ণের চুড়ি) যাহার ওজন-১৫০ গ্রাম (অনুমানমূল্য-১৮,৮৫,০০০/-), নগদ-৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানায় যে, লুন্ঠিত স্বর্ণের ৪টি চুড়ি গলিয়ে তারা একাধিক চুড়ি তৈরী করেছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২১তারিখ-১৮/০৫/২০২৫ ইং ধারা-৩৯২ পেনাল কোড রুজুপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। উল্লেখ্য যে, আসামী মোঃ আরমান (৩৬), এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্তে মোট ০৭ টি মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com