রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা উদ্ভোধন
শেখ মোঃ সেলিম ঃ-
চট্টগ্রাম নগরীর ২৩ নাং ওয়ার্ড পাঠানটুলি রোড়, নাজিরপোল কলাবাগান, খাজা মঞ্জিল এ
হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা বাদে এশা ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার উদ্ভোধন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ শরীফ, এবং ফাতেহা শরীফে এর মাধ্যমে ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা উদ্ভোদন করা হয়।
উক্ত ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা উদ্ভোধন করেছেন হযরত পেয়ারি শাহ্ জামে মসজিদের পেশ ইমাম
হযরত মাওলানা মুহাম্মদ তৈয়্যয়ব আনোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন
হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ শেখ সেলিম।
তিনি বলেন উক্ত ফোরকানিয়া মাদ্রাসায় সকলকে সম্পূর্ণ ফ্রিতে পবীত্র কোরআন ও হাদিস সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং দ্বীন ইসলামের সকল বিধিবিধান সম্পর্কে শিক্ষা প্রদান করা। তিনি আরো বলেন মানুষ তো আজীবন পৃথিবীতে বেঁচে থাকে না, তবে আমি বেঁচে থাকা অবস্থায় এমন কিছু ভালো কর্ম করে যেতে চাই,যাতে আমার ইহকাল ও পরকাল মঙ্গল হয়। দুই দিনের এই দুনিয়াতে বাড়ী গাড়ি করলে হবে না মাটির নিচের কথা ও ভাবতে হবে।
এই ক্ষনস্তায়ি পৃথিবী থেকে বিদায় নিলে ও আখেরাত যেন সুন্দর হয়,মানুষ যেন দোয়া করে।
এলাকাতে কিছু গরীর মানুষ আছে টাকার অভাবে তাহাদের সন্তান কে আরবি শিক্ষা দিতে পারছে না তাই ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্বেগ নিয়েছি।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।