রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সিএমপির পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ১৭ই নভেম্বর
পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। জানা গেছে,
সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই (নি.) সৌমিত্র সরকার, এসআই (নি.) সুফল কুমার দাশ, এএসআই (নি.) মোঃ ফজলুল বারী, এএসআই (নি.) নিজাম উদ্দিন ও এএসআই (নি.) আহসানুল করিম সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন গয়নাছড়া খালসংলগ্ন হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে একটি সচল দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ ১) মোঃ আলমগীর (৩০) ও ২। আব্দুস সাত্তার সোহেল (৪০)-কে গ্রেফতার করে।
আসামিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিরা গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল যা পুলিশের নজরে আসার সাথেসাথেই পুলিশ এই সন্ত্রাসীদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল।