বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় চুরির টাকাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
গতকাল ১৭/১০/২৪ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য এসে দেখেন যে, মন্দিরের টিনের গেইট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। একপর্যায়ে মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র খোঁজাখুজি করে দেখতে পান যে, মন্দিরের ভিতরে ০২টি দানবাক্সের ভিতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০,০০০/- টাকা নাই। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লোকজন মন্দিরের উন্নয়নের জন্য ২টি দানবাক্সে টাকাগুলো দান করেছিলেন। মন্দিরের সিসি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, অজ্ঞাতনামা ০২ জন চোর গত ১৭/১০/২৪ খ্রি. ভোর ০৫.৩৫ ঘটিকার সময় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা রুজু হলে মামলার তদন্তভার এসআই রবিউল হোসেনের উপর অর্পণ করা হয়।
পরবর্তীতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়েরর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, পিপিএম ও কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই রবিউল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহকারে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে আজ ১৮/১০/২৪ খ্রি. রাত ০৪.৩০ ঘটিকার সময় চুরির সঙ্গে জড়িত মোঃ জাহিদুল আলম সানি (২০)-কে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেক্র এবং মোঃ হেলাল (২৪)-কে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে আটক করেন। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা মামলার চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে আসামি হেলালের হেফাজত থেকে নগদ ৪,৩০০/- টাকা এবং জাহিদুলের হেফাজত থেকে নগদ ২০০/- টাকা স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।