শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
শিক্ষা উপকরণ বিতরণ করেছে
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড
খাগড়াছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম
মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলার মহালছড়ি উপজেলাধীন সারনাথ বন বিহারে বৌদ্ধ ধর্মীয় ১১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংচিংনু মারমা বলেন, “অনাথ-অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই মানবাধিকার সংগঠনের দায়িত্ব নিয়েছি। জীবন যতদিন থাকবে ততদিন মানব সেবায় নিয়োজিত থাকতে চাই।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক (পার্বত্য চট্টগ্রাম-খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান) অংচিংনু মারমার অর্থায়নে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি সুবোধ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক চাইথোয়াই অং মারমা, তথ্য ও প্রচার সম্পাদক স্বপন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক অথৈ চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি ইল্টু চাকমা, ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ চাকমা, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, জুলহাস উদ্দিন, সাম্মাদিটটি ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু লাল চাকমা প্রমুখ।