রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবার অভয়নগরে ধান কাটলেন শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে।
অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ সৈয়দ রিপন ,
অভয়নগরের নওয়াপাড়া সরকারি কলেজের উদ্যোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেনের নেতৃত্বে স্বেচ্ছায় উপজেলার চলিশিয়া চারাবটতলা গ্রামের বর্গাচাষী শহিদুল বিশ্বাসের এক বিঘা জমিতে রোপিত পাকা ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেনের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ, বোর্ড কর্মকর্তা প্রকৌশলী কামাল হোসেন, কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ও কলেজের ৩০জন শিক্ষার্থী মিলে কৃষক শহিদুল বিশ্বাসের জমির ধান কেটে দেন। বর্গাচাষী শহিদুল বিশ্বাস জানান, করোনাকালে বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা আমার জমির পাকা ধান কেটে দেবেন, এটা আমি ভাবতে পারিনি। ধান কেটে দেয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি। কলেজ অধ্যক্ষ রবিউল হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মহোদয়ের ইচ্ছায় আমরা গরীব কৃষক শহিদুলের ধান কেটে দিতে পেরেছি। প্রাণঘাতী করোনার মধ্যে স্বেচ্ছায় তার ধান কেটে দিতে পারায় আমরা সবাই আনন্দিত।