মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
হত্যার উদ্যেশে এক মাদ্রাসা শিক্ষককের ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে হত্যার উদ্দেশ্য আবুল হোসেন ক্কারি (৬৪) নামে এক হুজুরের গলায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।বর্তমানে আশংঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেলে তার চিকিৎসা চলছে।
সোমবার (১ জুলাই) সকাল ৫ টা বিশ মিনিট সময়ে নীলফামারী এশিয়ান হাইওয়ে রোডের অচিনতলা হতে হরতকিতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস নামক স্থানের একশো গজ উত্তরে এ ঘটনা ঘটে।
গুরুতর গলা জখম ব্যক্তি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে আবুল হোসেন ক্কারি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় সকালে পাঁচার দিকে বাড়ি থেকে সাইকেল যোগে মাদ্রাসা পরাতে যান তিনি হরতকিতলার দিকে,কিন্তু পল্লীবিদ্যুৎ অফিসের উত্তরে মোটরসাইকেল দ্রুত এসে কেবা কারা চোখে মরিচের গুড়া দেয়,পরে ধারাল অস্ত্র দিয়ে গলায় চোট মেরে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে এক অটোচালক তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমরা দেখছি ।