বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
সিএমপির হালিশহর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৪ জন জুয়াড়ি গ্রেফতার।
সিএমপি মিডিয়া ঃ চট্টগ্রাম ৫ই জুন
হালিশহর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে হালিশহর থানা, সিএমপির মিডিয়া সুত্রে জানা গেছে,
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় ও হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই মোবিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আজ ০৫/০৬/২৪ রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময় হালিশহর থানাধীন ছোটোপুল হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ডস্থ বইল্যার কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে নগদ ২,১০০/- টাকা এবং ৫২ কার্ড বিশিষ্ট তিন বান্ডেল তাসসহ আসামি ১। রবিউল হোসেন (২৫), ২। মোঃ রফিক হাওলাদার প্র. বাচা (২৯), ৩। আব্দুস সালাম (৩৫), ৪। রবিউল আউয়াল (৩৩), ৫। সোহেল (৩৫), ৬। মোঃ কাউসার (২৯), ৭। শহিদুল ইসলাম (৪৪), ৮। মোঃ রেজাউল ইসলাম (৪৫), ৯। নুর নবী (২০), ১০। শিপন মিয়া (২৮), ১১। মোঃ ইসমাইল (৪৪), ১২। মোঃ মাসুদ (২৬), ১৩। মোঃ সবুজ ইসলাম (১৮) ও ১৪। মোঃ সুমন হোসেন (৪৪)-দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হালিশহর থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।