বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ।
ডেক্স নিউজঃ
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না ও মহাসচিব মোহাম্মদ আলীর নির্দেশনায় ৮ ই মে রোজ শুক্রবার চট্টগ্রামে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, এই করোনার ক্রান্তিলগ্নে খেটে খাওয়া গরীব মানুষেরা খুবই কষ্টে দিনযাপন করছেন আর তাদের কষ্ট লাগবে প্রতিনিয়ত খাদ্য সহায়তা করে যাচ্ছে আমাদের এই সংগঠনটি। তিনি আরও বলেন আমরা সবসময়ই অসহায় নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তারই অংশ হিসেবে আমরা ৮ই মে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ও পথচারীদের জন্য কিছু ইফতার সামগ্রী বিতরণ করেছি। এই সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস,কেন্দ্রীয় অর্থ সচিব মাজহারুল ইসলাম (সাহেদ) কেন্দ্রীয় পরিচালক মোঃ সাজ্জাদুল করিম খান প্রমুখ। এই সময় চট্টগ্রাম সল্টগোলা রেলক্রসিং হতে বন্দরটিলা পর্যন্ত প্রায় ১০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।