শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষন গ্রেফতার-১

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষন গ্রেফতার-১

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম অফিস

নগরীর বন্দর থানাধীন কলসীদীঘির পাড় কার্টুন ফ্যাক্টরী কালু বলি রোড স্বাধীন বাংলা মডেল স্কুলের সামনে রাস্তার উপর থেকে সানজিদা আক্তার নামে ১৩ বছর বয়সি এক তরুণী কে অপহরণ করে নিয়ে যায় মারুফ নামের এক যুবক।

বন্দর থানায় এজাহারের মাধ্যমে জানা যায, প্রতিদিনের ন্যায় ভিকটিম সানজিদা আক্তার গত ১৭/১২/২০২২ তারিখ সকাল অনুমান ৭ টায় উপরোক্ত স্কুলের অভ্যন্তরে প্রাইভেট পড়ার জন্য যায়। ভিকটিম সানজিদা আক্তার যথাসময়ে বাসায় না আসায় বাদী ও তার স্ত্রী স্কুলসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্কুলের আশপাশের লোকজনের নিকট হইতে জানতে পারে ভিকটিম সানজিদা আক্তার ১৭/১২/২০২২ তারিখ সকাল অনুমান ৮ টায় বন্দর থানাধীন কলসীদীঘি রোড কার্টুন ফ্যাক্টরী কালু বলি রোড স্বাধীন বাংলা মডেল স্কুলের সামনে রাস্তার উপর দাঁড়াইলে সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী মোঃ আব্দুল্লাহ আল মারুফ (২০) ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়া বিবাহের প্রতিশ্রæতিতে ভিকটিম সানজিদা আক্তার(১৩) এর সহিত একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(বন্দর) শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ (বন্দর জোন) মাহমুদুল হাসান এর তত্তাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের মজুমদার এর সার্বিক সহযোগিতায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে এসআই/মোঃ ফয়সাল সরোয়ার ও সংগীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামী মোঃ আব্দুল্লাহ আল মারুফ (২০)’কে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর হতে গ্রেফতার করে।

ঘটনার বাদী সুমন মল্লিক (৩৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বন্দর থানার মামলা নং-০৭, তারিখ-১৮/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ রুজু করা হয়। উক্ত মামলায় আসামিকে বিধি মোতাবেক কোর্ট হাজতে চালান দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com