রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
লালখান বাজারে সর্ট সার্কিটে আগুন ৯৯৯ এ ফোন দিয়ে রক্ষা পেল জনসাধারন।
বাবলু বড়ুয়াঃ- চট্টগ্রাম থেকে
লালখান বাজার বাঘগুনা এলাকায় মমতা ক্লিনিক পাশে হিলসাইড আবাসিক এলাকায় কানুনগো মঞ্জিলে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় দশটা মিটার জ্বলে যায়। বার বার বিপিডিবি কে ফোন করেও, ফোন রিসিভ হয়নি।
৯৯৯ এ জরুরি সেবায় ফোন করলে ফায়ার ব্রিগেট ও থানার গাড়ি, এবং কিছুক্ষণ পর ওয়াপদার গাড়ি আসে। ট্রিপল নাইনে খবর পাওয়ার পর ওই এলাকার লিখি শিখি বন্ধ হয়। ৯৯৯এ পুলিশি পদক্ষেপ প্রশংসনীয়। ঘটনাস্থলে বোয়ালখালী আসনের সাংসদ জনাব মোসলেম উদ্দিন খান সবাইকে শান্ত করেন। ৯৯৯ এ ফোন করে জরুরি সুবিধা পাওয়ায় তিনি সরকারের এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।