রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
নড়াইলে পুলিশের অভিযানে ১০ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।
এম মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে চেক জালিয়াতি মামলায় ১০ (দশ) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ তারিকুল মৃধাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। ২৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর থানার নাকশী গ্রামের মোঃ মোতালেব মৃধার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন নকশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার এর পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।