রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে গোবিন্দ চন্দ্র রায়(৪০)নামে দুই সন্তানের
এক পিতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৯ শে সেপ্টেম্বর)সন্ধ্যার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের নোয়ানী বাগডোকরা বৌদ্ধ পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত
গোবিন্দ চন্দ্র ঐ এলাকার অধির চন্দ্র রায়ের ছেলে। তার চন্দন ও উজ্জ্বল নামে দুইটি সন্তান রয়েছে বলে জানাযায়।
মৃতের স্ত্রী গায়ত্রী রানী জানান নিমোজখানা
বাজার থেকে বাড়িতে এসে দ্যাখে টিউবওয়েল
পাড়ের বাল্বটা জ্বলছে না (অন্ধকার) মেইন সুইস বন্ধ না করেই ঐ বাল্বের সুইচ মেরামত করতে যায় চন্দনের বাবা, গেলে বৈদ্যুতিক তার আটকে যায়। আমরা সুইচ বন্ধ করে দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান কার কর্তব্যরত ডা.তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমোন,সংশ্লিষ্ট ঐ ওয়ার্ড এর ইউপি সদস্য অশ্বনী কুমার রায় মৃত্যুর বিষয় ও পরিবারের লোকজন মরদেহের সৎকাজ প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন।