রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
ডোমারে অভিযোগে ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর তদন্ত করল স্বাস্থ্য বিভাগ।
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধ
নীলফামারীর ডোমারে ডোমারে ভুক্তভোগী মমিনুর রহমান এর ভুলচিকিৎসার অভিযোগে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে তদন্ত করল স্বাস্থ্য বিভাগ।
ভুক্তভোগী সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪সদস্য বিশিষ্ট্য একটি কমিটি তদন্ত করেছে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স সার্জন ডা. হযরত আলী ও অন্যান্য সদস্যরা হলেন,মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডা. জওহার অন্যান্যা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমীন রহমান।
অভিযোগে জানা যায়,মমিনুর রহমান দাঁতের ব্যথা নিয়ে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরের চিকিৎসক মো: সুমন রহমানের কাছে চিকিৎসা নিতে যায়। কিন্তুু চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর দাঁতের ব্যথা নাকমে আরো বৃদ্ধি পেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে ভুক্তভোগী ।
তদন্ত কমিটির প্রধান ডা. হযরত আলী বলেন, অভিযোগের ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে তদন্ত করা হয়েছে। এখানে এক্স-রে করার কথা উল্লেখ থাকলেও কোন এক্স-রে মেশিন পাওয়া যাওয়া নাই। চিকিৎসার জায়গার সংকুলানসহ বেশ কিছু অসংগতি দেখা গেছে। তদন্ত রিপোর্ট সিভিল সার্জন বরাবরে দ্রুত জমা দেওয়া হবে এবং তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে।