বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
ডোমারে পতাকা বেদি’ উদ্বোধন
করলেন এমপি,আফতাব উদ্দিন সরকার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় হরিনচড়া
ইউনিয়ন পরিষদ চত্বরে লাল ফিতা কেটে সদ্য নির্মিত পতাকা বেদি’র শুভ উদ্বোধন করলেন ডোমার ডিমলা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার।
শুক্রবার (১ পহেলা সেপ্টেম্বর)সকাল নয়টার
দিকে পরিষদ মাঠ চত্বরে ১০ নং হরিনচড়া ইউনিয়ন পরিষদ এ উদ্বোধনী সভার আয়োজন করে।
উদ্বোধনী শেষ করে হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ভাষনে এমপি আফতাব উদ্দিন সরকার বলেন আওয়ামী লীগের সরকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা,মাতৃত্ব কালিন ভাতা,অসংখ্য ভাতা সুবিধা দিচ্ছে। বলুন আরো কি প্রয়োজন আপনাদের। তাছাড়া এই হরিনচড়ায় আমি বহু বার এসেছি এলাকার উন্নয়ন কাজও করেছি।পূর্বে আরো অনেক এমপিও ছিল সেটা কম্পেয়ার করে দেখবেন। আগামীতে আবারও দোয়া ও সমথর্ন চাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী প্রমুখ।আরো উপস্থিত ছিলেন ডোমার রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) আব্দুল হাকিম।
হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য বৃন্দ।
শেষে এমপি আফতাব উদ্দিন সরকার ৪৭০/= টাকা ন্যাজ্যমুল্যের টিসিবির ৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে মুশুর ডাল টিসিবি সুবিধা ভুগিদের মাঝে বিতরণ করেন।