বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম
বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল এগারোটার দিকে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম (বিপিএএ)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও রৌশন কানিজ,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,পৌরসভা প্যানেল মেয়র সেলিম রেজা প্রমুখ। সভায় সোনালী ব্যাংক লিমিটেড ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ডোমার উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,দশ ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।
এর পূর্বে আইন শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ।