রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
নীলফামারীতে ৪ অনলাইন জুয়ারীকে আটক করল পুলিশ।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
৪ অনলাইন জুয়ারীকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে থাইল্যান্ডের ৬২ হাজার টাকা মানের জাল মুদ্রা উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে চাপরা সরমজানী ইউনিয়নের পূর্ব চাপরা ডারারপাড় এলাকার শাকিল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ।
আটক কৃতরা হলেন চরাইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার সাদিকুল ইসলামের
ছেলে শাকিল ও গুলজার একই এলাকার আফজাল হোসেনের ছেলে আলেফ হোসেন ও মন্টু মামুদের ছেলে আলম ইসলাম । তারা সবাই উঠতি বয়সী যুবক।
এ ঘটনায় থাইল্যান্ডের জাল মুদ্রা রাখার অপরাধে থানায় একটি মামলা করা হয় । নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জুয়ারীরা ঘরটিতে থাই
ভাষায় ব্যনার ও বিভিন্ন বোর্ড দিয়ে ঘরটি থাইল্যান্ডের মতো সাজিয়ে র খ ছিল। তাছাড়া এই জুয়ায় কারা জরিত তাদের মাধ্যমে শনাক্তকরে খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে । মঙ্গলবার আদালতের মাধ্যমে
জেলা কারাগারে ৪ আসামি কে পাঠিয়ে দেয়
পুলিশ।