বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ডোমারে শোক দিবসে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে খাবার ও গাঁছের চারা বিতরণ করলেন রাসেল রানা
সত্যেলন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ৫ টি মাদ্রাসায় ৩৭৫ জন এতিম ছাত্র ছাত্রীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও গাছের চারা বিতরণ করা হয়েছে ।
মাদ্রাসা গুলো হল হরিনচড়া ইউনিয়নের ফজলুল উলুম হাফেজিয়া ও কওমি এতিমখানা মাদ্রাসা ছাত্র সংখ্যা (৫৫) জন,নূরে মদিনা তাছনি মিয়া কওমী মহিলা মাদ্রাসা ছাত্রী সংখ্যা (৬৫) জন,আল মদিনা তাছনিম তাম্মি মহিলা মাদ্রাসা ছাত্রী সংখ্যা(৬০)জন,শেওটগাড়ী মাহমুদীয়া হাফেজিয়া নূরানী এতিমখানা মাদ্রাসা ছাত্র সংখ্যা(১৫০)জন,খানাবাড়ী মাষ্টার পাড়া নূরানী মাদ্রাসা ছাত্র সংখ্যা (৪৫)জন।
উপজেলা ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ১০নং হরিনচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা তার নিজস্ব উদ্যোগ মঙ্গলবার(১৫ই আগষ্ট)রাত ৮ টার দিকে অটোরিকশা করে মাদ্রাসা গুলোতে গিয়ে গিয়ে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে নিজ হাতে উন্নত মানের খাবার ও মেহগনি গাছের চারা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক আঃরউফ,শিক্ষিকা রোকাইয়া হায়াত রিমু। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত থাকা ব্যক্তি বর্গ চেয়াম্যানের এমন উদ্দ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকল মাদ্রাসা গুলোতে বঙ্গবন্ধুসহ ও নিহত সকল সহিদদের
জন্য রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।