শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
পতেঙ্গায় ভারটেক্স গ্রুফের উদ্যোগে
কর্মহীন অসহায় পরিবারের মাঝে সামগ্রী বিতরণ অব্যাহত….
প্রকাশের জন্য খবরঃ১৯ এপ্রিল
নগরীর পতেঙ্গা মডেল থানা মাধ্যমে ”করোনা ভাইরাস” সচেতনতায় এবং লকডাউনে ঘরবন্ধি মানুষের সাহায্যর্থে ভারটেক্স গ্রুফের উদ্যোগে কর্মহীন অসহায়-পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ ৩য় দফায় ১৯এপ্রিল রোববার দিনব্যাপি ডিপো ভারটেক্স কন্টেইনার ডিপো প্রাঙ্গনে শুরু হয়ে পতেঙ্গার পূর্বকাটগরস্থ ১ও২নং হিন্দুপাড়া গলি,মাইজপাড়া,কাটগরবাজার এলাকা এবং পুরাতন কন্ট্রোল মোড়,ডেইল পাড়া-নাজির পাড়া সহ ৪০নং ওয়ার্ডের আংশিক এলাকার প্রায় সাড়ে ৩শত পরিবার কে আগামী১২-১৫দিনের খাবার প্রদান করে।
সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমে আরো সার্বিক উপস্থিত ছিলেন-পতেঙ্গা মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুন উর রশিদ,সেকেন্ড অফিসার মোঃ জসিম উদ্দিন,ভারটেক্স গ্রুফের অপারেশন মার্কেটিং ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু,সিনিয়র অপারেশ ম্যানেজার মোঃ নুরুল হক, সিকিউরিটি ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শফিক,স্থানীয় সমাজসেবী-সংগঠক মোঃ নেছার উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর নিয়ে জানা গেছে, ভারটেক্স গ্রুফ থেকে পাওয়া নিত্যপণ্য গুলো পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা ও অভাবী-দুস্থদের বিলি বন্টন থানা পুলিশের উপস্থিতিতে সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে করছেন বলে ওসি তদন্ত হারুন উর রশিদ অবগত করেন।
এই নিয়ে ভারটেক্স গ্রুফ শিল্প এলাকা সহ আশ-পাশের প্রায় ৩৫০০( সাড়ে তিন হাজার)পরিবারের কাছে ঘরে ঘরে বিশেষ ব্যবস্থায় ত্রাণ সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন।আগামীতে এই প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়দের পাশে থাকবেন বলে প্রেস বার্তায় জানিয়েছেন।
সংবাদ প্রেরণে—হোসেন বাবলা/ কাউসার আলম, পতেঙ্গা-চট্টগ্রাম।