রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
নীলফামারীতে ৬ পা ওয়ালা গরু বাছুরের জন্ম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী
প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে এক গাভীর ৬ পা বিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে। এমন বিরল ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার উপজেলা বামুনিয়া ইউনিয়নের কাছারি নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। গরুর বাছুর দেখতে উৎসুক জনতা প্রতিদিনেই তার বাড়িতে ভীড় করছে।
জানাযায় ঐ এলাকার কাঠমিস্ত্রি মনছুর আলী
তার বাড়িতে(সংসারে) এক বছর ধরে একটি গাভী লালন পালন করছেন। মঙ্গলবার তার বাড়িতে পোশা গাভিটি ৬ পা বিশিষ্ট একটি বাছুর জন্মদেয়।যেখানে গরুর স্বাভাবিক চারটি পা থাকার কথা সেখানে এই বাছুরটির অস্বাভাবিক ভাবে ঘাড়ে অতিরিক্ত আরো দুটি পা ঝুলে আছে সেই সাথে নেই কোন মলদার। পরে ডোমার উপজেলা প্রানি সম্পদ অফিসে নিয়ে গেলে সার্জিকাল অপারেশনর মাধ্যমে মলদারের পথ খুলেদেন ডা.
কথা হলে ডোমার উপজেলা প্রণিসম্পদের (উপ সহকারীঁরি)ঐ কর্মকর্তা মোহাম্মদ
মনিরুজ্জামান বলেন এটি একটি জন্মগত রোগ। বাছুরটি এখন সম্পূর্ণ সুষ্থ্য আছে। অতিরিক্ত দুটি পা বাছুরের কোন কাজে কোন আসছে না।