রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
জলঢাকায় চোরাই মালামাল সহ চোর চক্রের সক্রিয় ৬ কুখ্যাত চোর গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
চোরাই ৬ বাইসাইকেল ও খুচরা দুই বস্তুা যন্ত্রাংশ মালামাল সহ কুখ্যাত ৬ চোরকে গ্রেফতার করেছে নীলফামারী জলঢাকা
থানার পুলিশ।
জেলা পুলিশ সুপার সবুর হোসেন পিপিএম এর নির্দেশনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের ন্বেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের তথ্যের ভিত্তিতে চোরাই উদ্ধার কৃত জিনিজ গুলো ৬ খানা বাইসাইকেল,২টি টিউওয়েল,২ টি মোটর পাম্প,ওয়ালটনের ১টি ২৪” ইঞ্চি এলএডি টিভি মনিটর সহ সাইকেল খুচরা যত্রাংশ ও২ বস্তুা ভাংঙ্গারি মালমাল উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত চোরেরা হল পৌরসভা আমরুলবাড়ি এলাকার মৃত মনিক মিয়ার ছেলে শাহিনুর ইসলাম (৩২) (ওরফে কালা চোর)এজাজ উদ্দিনের ছেলে
সাজু ইসলাম, (৩৪)।কদমতলি(জোরাপুল) এলাকার সালাউদ্দিনে ছেলে আব্দুল করিম (২৫)বগুলাগাড়ি বাবুল্লাপাড়া মৃত আব্দুল হকের ছেলে রবিউল ইসলাম(৩৫),মোহাম্মদ আলীর ছেলে আল আমীন (২৫) ও কাজির
হাট এলাকায় তফেল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম(২৩)।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান গ্রেফতার কৃত আসামীদে প্রত্যেকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।