রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
নীলফামারী জলঢাকায় বিদ্যুৎ পৃষ্ঠে দুই ভাইয়ের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়েএক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ই জুলাই)রাত আটটার দিকে রাজারহাট এলাকার আমেরতল নামক
স্থানে একটি মুরগির খামারে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খালিশা টখুটামারা এলাকার তহশিলদার পাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২)।
অপরজন টেংঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমান এর ছেলে লিটন আহমেদ (৩৭)। সম্পর্কে তারা একে অপরের চাচাতো ভাই বলেযানা যায়।
স্থানীয় সুত্রে যানাযায় স্কুল শিক্ষক কামরুজ্জামানের একটি মুরগী খামারে দীর্ঘ সময় ধরে কাজ করতেন আনিছুর রহমান। শুক্রবার রাতে খামারের ঘরে ছরিয়ে পড়ে থাক তার সরাতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এ সময় তার চাচাতো ভাই লিটন আহমেদ তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎ পৃষ্ঠ হন। পরে আসপাশের লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।
ঘটনা স্থলেই আনিছুর রহমান ও লিটন আহমেদকে হসপিতাল নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ দুটি হসপিতাল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থাগ্রহন করা হবে।