রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে নদী সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় করলেন ড.তুহিন ওয়াদুদ
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নদী সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় করলেন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ ।
নীলফামারী রিভারাইন পিপল জেলা শাখার সমন্বয়ক আব্দুল ওয়াদুদ (শিক্ষক) এ সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার (৬ জুলাই)দুপুর বারোটার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের আলোর বাজার নামক স্থানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রিভারাইন পিপল এর পরিচালক ড.তুহিন ওয়াদুদ।
এ সময় তার সফর সংঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি রিভারাইন পিপল ক্লাব এর আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী (সুপ্ত)। প্রধান অতিথিকে আলোচনার পূর্বে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা যানান রিভারাইন পিপলের নীলফামারী জেলা শাখার সমন্বয়ক আব্দুল ওয়াদুদ,দেওনাই নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম মিলন ও সদস্য আব্দুল জলিল (শিক্ষক)ও কলমন্দর বুড়িখোরা নদী সুরক্ষা কমিটির সভাপতি হরিপদ রায়,সদস্য সচিব সত্যেন্দ্রনাথ রায়,সদস্য মনোরঞ্জন রায়,শঙ্কর রায় প্রমুখ।এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন নদী সুরক্ষা কমিটির সকল পর্যায়ের সদস্য বৃন্দ। সভাশেষে পরিচালক জোরাবারী ইউনিয়নের চাঁড়াল কাটা নদী ও ডোমার সদর ইউনিয়নের শালকি নদীর অবস্থা দেখতে আবার যাত্রা শুরু করেন।