রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
নীলফামারীতে পৃথক দুই ঘটনায় ২ যুবক নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে রাসেল ইসলাম (২৫) নামে সড়ক দুর্ঘটনায় একজন, ট্রেনে কাটা পরে সৈয়দপুরে সাজিদ হোসেন(১৮)নামে অপর জন নিহত হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার (৪ ইং জুলাই) দুপুর আনুমানিক একটা ত্রিশমিনিট সময়ে উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপার্শ স্থানে ঘটে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানযায় বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিক থেকে ডোমার সোনারায় ইউনিয়নে বাড়ির অভিমুখে আসতে ছিল রাসেল, কিন্তু বিপরীত দিক থেকে আসা সুমন পরিবহন নামে এক খানা লোকাল বাস তার মোটরসাইকেল টিকে স্বজোরে ধাক্কা মারে এতে ঘটে বিপত্তি।তার মাথা ফেটেগিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে । মৃত রাসেল ইসলাম সোনারায় ইউনিয়ন বড়গাছা ৮ নং ওয়ার্ড ঘোনপাড়া এলাকার অহিদুল ইসলামের ছেলে।
অপর দিকে সকাল ৬ টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর রেল ষ্টেশনের পশ্চিম ওয়াপদা বাইপাশ রেলক্রশিং এর ১ কিলোমিটার অদুরে লাইনে হাটতে গিয়ে সাজিদ হোসেন নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। তার মাথায় সমস্যা ছিল বলে বিশ্বস্ত সুত্রে যানা গেছে। নিহত সাজিদ হোসেন সৈয়দপুর ওয়াপদা এলাকার চাঁনমিয়া হোসেন এর ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।তবে এ বিষয়ে
একটি অপমৃত্যু মামলা করা হবে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা চালুহবে ।