রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পরে মনিরুল ইসলাম (১৭)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার (২৯ শে জুন) সকালে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বাকডোকরা প্রধানপাড়া এলাকায় ঘটে। মৃত ব্যক্তি জোরাবাড়ী ইউনিয়নের বেতগারা গ্রামের শমসের আলীর ছোট ছেলে মনিরুল ইসলাম বলে জানা গেছে।
যানাগেছে চিলাহাটি থেকে সৈয়দপুর গামি একটি ট্রেনে কাটা পড়ে মিনারুল ইসলাম মারাগেছে। জোরাবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন (বাবু) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুর জি আরপি থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান (এসআই)বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।