রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
নীলফামারিতে টাকার কারণে সন্তানের হাতে জীবন গেল মায়ের
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে ছেলে সবুজ মিয়ার হাম্বলের আঘাতে আরজিনা বেগম (৪০) নামে এক মায়ের করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ২৭ শে জুন মঙ্গলবার কিশোরগঞ্জ সদর মধ্য রাজিব পাড়া এলাকায় ঘটে।
তবে ঘটনাটি মঙ্গলবার ঘটনাটি ঘটলেও ২৮ শে জুন বুধবার এগারোটার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি মৃত্যু বরন করে ।
এ ঘটনায় ছেলে সবুজ মিয়াকে (১৮) আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মৃত আরজিনা বেগম ঐ এলাকার সামছুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের কাজ থেকে জানাযায় সামছুল আলমের দুই স্ত্রী, দ্বীতিয় পক্ষের এক ছেলে এক মেয়ে আছে । ছেলে সবুজ মিয়া ঢাকায় একটি গার্মেন্টেস ফ্যাক্টরিতে চাকুরী করেন। পবিত্র ঈদুল আজহার কারণে ছেলে আগাম মায়ের মোবাইল এর বিকাশ নম্বরে বাড়িতে ১২ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে মঙ্গলবার ছেলে বাড়িতে আসলে মায়ের কাছে টাকার হিসাব চান,পরে টাকায় গড়মিল খুজে পায়।
এতে রাগান্বিত হয়ে ঘর থাকা হ্যাম্বল বেরকরে
মায়ের দিকে ছুরে মারেন হ্যাম্বলটি।এতে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হন মা। পরে লোহার হ্যাম্বল এর আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আরজিনা বেগম। পরে স্থানীয়রা তাকে
উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্য ডা.রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে রেফার্ড করেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব
কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
তার বাবা বাদীহয়ে থানায় একটি মামলা করেছে। আসমিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।