মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
নীলফামারীত বিভিন্ন স্থানে ৩ জনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায় নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর দুই উপজেলায় বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা কিশোরগঞ্জ উপজেলার আইয়ুব আলী (৭০) শিশু ফাহিম হাসান(৭) ও ডোমার উপজেলার আভা মনি (১)।
ঘটনাটি সোমবার ২৬ শে জুন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ও গাড়াগ্রাম ইউনিয়নে অপরটি ডোমার উপজেলার পৌরসভা পানুয়াটারি এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় কৃষক আইয়ুব আলী গরু নিয়ে ঘাঁস খাওয়ানোর জন্য প্রতিদিনের ন্যায় নদীর ধারে যান।পড়ে গরু বেধে রেখে নদীতে নামেন গোসল করতে । উপস্থিত থাকা সেখানকার লোকজন বেশ কিছুক্ষন পড় তাকে দেখতে না-পেয়ে খুজতে নামেন নদীতে। অনেক খোঁজা খোঁজির পড় প্রায় এক কিলোমিটার দুরে গিয়ে তার মরদেহ খুঁজে পায়।
কিশোরগঞ্জ উপজেলার বাহগিলি ইউনিয়নে চারালকাটা নদীতে গোসল করতে নেমে এই ঘটনাটি ঘটে। মৃত আইয়ুব আলী ঐ গ্রাম এলাকার মৃত জফির উদ্দিনের ছেলে।
একই উপজেলার গারাগ্রাম ইউনিয়নের উত্তর গারাগ্রাম মাজার পাড়া সংলগ্ন এলাকার রংপুর
অভিমুখে যাওয়ার সময় জলঢাকা- রংপুর মহাসড়কপ দারিয়ে থাকা ফাহিম হোসেন কে ধাক্কাদেয় এক এম্বুলেন্সটি। পড়ে রংপুর মেডিকেলে নিয়ে গেলে পথিমধ্যে শিশুটির মৃত্যু ঘটে। মৃত শিশু ঐ এলাকার সেলিম মিয়ার ছেলে ফাহিম হাসান।
অপরদিকে ডোমার উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে আভা মনি নামে(১৪) মাস বয়সী এক মেয়ে শিশু টিউবওয়েল গড়িয়ে পড়া পানির গর্তে পরে মৃত্যু বরন করেছে। ডোমার পৌরসভার স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান (তুলু) নিশ্চিত করেন।
কথা হলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এম্বুলেন্স সহ চালককে আটক ও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে।