শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে আভা মনি নামে১৪ মাস বয়সী এক মেয়ে শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ২৬ শে জুন সোমবার দুপুরের দিকে
ডোমার পৌরসভা মজনুপাড়া এলাকায় ৬ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
মৃত মেয়ে শিশুটি ঐ এলাকার সৌদি প্রবাসি হাবিবুর রহমানের মেয়ে আভা মনি।
স্থানীয় ঐ ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান (তুলু) জানান দুপুরের দিকে শিশুটির মা রানার কাজে ব্যস্ত ছিল। খেলতে গিয়ে শিশুটির খেলনা পানির গর্তে গড়িয়ে পরে।
পানির গর্ত থেকে খেলনাটি তুলতে গেলে শিশুটি পানির গর্তে ডুবে যায়।পরে দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না-পেয়ে খোজাখুজি করতে গিয়ে পরিবারের লোকজন পানির গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখে সেখান থেকে মৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। দেরী হওয়ায় পানির গর্তেই শিশুটির মৃত্যেু ঘটে। এই করুন মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।