শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে টিআর কাবিখার ২০২২-২০২৩ অর্থ বছরের চেক বিতরণ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ২০২২-২০২৩ অর্থ বছরের এলাকা ভিত্তিক “গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির” আওতায় চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ২৫ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, প্রধান ও বিশেষ অতিথি সহ আরো বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আব্দুল মাবুদ,সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শহিদ আহমেদ শান্তু প্রমুখ।
সেখানে ১৬৪ টি প্রকল্পের বিপরীতে এক কোটি টাকার চেক বিতরণ করা হয়। ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।