রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটস্থ কেএসআরএম ষ্টিল মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ ফারুক (৩৫) উপজেলার ফৌজদার হাটস্থ তুলাতলী মির্জানগর গ্রামের বাচা মিয়ার পুত্র।
আজ বুধবার (২৯ জানুয়ারী) দুপুর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরো একজন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চত করেন বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাইফুল।
জানাযায়, নিহত ফারুকসহ দুইজন মোটর সাইকেল যোগে তেল নিতে উল্টো পথ ধরে ফিলিং স্টেশনে যাওয়ার সময় চট্টগ্রামমুখী (দাউদকান্দি এক্সপ্রেস ঢাকা মেট্রো ১৫-৩৩৫৯) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় ফারুকে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।