রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারীঃপ্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ডালিয়া তিস্তা ব্যারেজ এর পানি বিপদ সীমার (৫১-১৫) ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এ কারনে ডিমলা জলঢাকা উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ পানি নিয়ন্ত্রণে রাখতে ৪৪ টি কপাট খুলে দিয়েছে।
সোমবার সকাল ৬ টার দিকে বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।
পরে সকাল ৯ টার দিকে ১০ সেন্টিমিটার পানি কমে (৫১-১০) বিপদ সীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।
সোমবার ডিমালা পানি উন্নয়ন বোর্ড
এর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান যেকোন সময় আবারো পানি বাড়তে পারে।
এ কারনে এ সব এলাকায় হলুদ সতর্ক সংকেত
জারি করা হয়েছে।