মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
নীলফামারীতে প্রশংসায় ভাসছে পুলিশ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৫ লক্ষ টাকা জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়ার
চার ঘন্টার ব্যবধানে উদ্ধার করে দিল পুলিশ। এমন কাজ করার ফলে নীলফামারী বাসী
পুলিশের ভুয়শী প্রশংসা করেছে।
শনিবার সন্ধ্যায় সদর থানায় অতিরিক্ত পুলিশ
সুপার মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা) বগুড়া ধনুট এলাকার ভুট্টা ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে উদ্ধার হওয়া ১৫ লক্ষ টাকা ফেরত দেন।
ঘটনাটি শনিবার সদর পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা বাজারস্থ এক চায়ের দোকানে এ
ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাযায় বেলা এগারোটার দিকে
এক ব্যবসায়ী জরুরী সেবা ৯৯৯ কলদিয়ে জানান সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইহাট এলাকার চায়ের দোকানে চা নাস্তা খেতে গিয়ে ভুলে ব্যাগরেখে
আসেন। পরে খুজে পাওয়া যাচ্ছিল না টাকাসহ ব্যবসায়ীক গুরুত্তপুর্ন কাগজ পত্র থাকা
ব্যাগটি।
খবর পাওয়া মাত্রই সদর থানা মোবাইল টিমের
দ্বায়ীত্বে থাকা এসআই রনি কয়েকজন পুলিশ
সদস্য নিয়ে উক্ত এলাকায় তল্লাসি কার্যক্রম
শুরু করেন। পরে তিনটার দিকে চায়ের দোকান দার জাবেদ আলীর বাড়িথেকে অক্ষত অবস্থায় টাকার ব্যাগটি উদ্ধার করেন।
পরে সবার উপস্থিতিতে সমুদয় টাকা ও গুরুত্ত পুর্ন কাগজপত্রসহ প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করাহয়। টাকা ফেরত পাওয়ার পর ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন
আমি এই টাকা ফিরে পাব বিশ্বাস করিনি।পুলিশ প্রতি ভুলধারনা যেটা ছিল সেটা আছ মুছেগেল, এত আন্তরিক ও মানবিক আমি প্রমাণ পেলাম,এমন কাজে পুলিশের ভুয়শী করেন তিনি।