নীলফামারীর ডোমারে বৃষ্টির জন্য নামাজ আদায়

নীলফামারীর ডোমারে বৃষ্টির জন্য নামাজ আদায়

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

এমন শংঙ্কটময় মুহুর্তে এক ফোটা
বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও দোয়া পরেছে ডোমার বাসী।

শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় যুব সমাজের আয়োজনে ডোমার ঈদগাঁমাঠে বৃষ্টির কামনায় ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে।

ডোমার বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম নামাজের ইমামতি করেন। কয়েক দিনের প্রচন্ড গরম তাপদাহে নদীনালা খালবিল,শুকিয়ে চৌচির, অনাবৃষ্টির কারনে পশু পাখি মানুষের চরম দুর্দশা হতে রেহাই পেতে নামাজ আদায় করেন অগনিত মুসল্লিগন। এ সময় মুসল্লিরা আল্লাহর কাছে চোঁখের জ্বলে গুনাহ মাফ চেয়ে বৃষ্টির জন্য দোয়া পড়েন।ডোমার বাজারের বিভিন্ন পেশার কয়েশত ধর্মপ্রান মুসল্লি ইস্তিকার নামাজে সমবেত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com