শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমার সোনারায়ে (ভিডব্লিউবি) চাল বিতরণ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নে মহিলা ও শিশুবিষয়ক
মন্ত্রণালয়ের (ভিডব্লিউবি) ভেনারেবল উইম্যান বেনিফিট কর্মসুচির আওতায় ৩৬৮ জন সুবিধা ভুগীদের মাঝে ২ বছর মেয়াদি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ ই জুন সকাল এগারটার সময়
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্তরে (ভিডব্লিউবি) অস্বচ্ছল, অসহায় দুস্থ্য গরীব মহিলাদের মাঝে এই চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌঃ,ওয়ার্ড সদস্য
বসন্ত কুমার রায়,হরি কিশোর রায় সহ সকল ওয়ার্ড এর সদস্য ও মহিলা সদস্যা সহ অনান্য ব্যক্তি বর্গ।
তবে চাল বিতরন কালে দেখাযায়নি সরাকারের কোন দ্বায়ীত্বরত কর্মকর্তা কে?
এ বিষয়ে মুঠোফোনে কথাহলে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার শাহাজাদী বলেন চাল বিতরণ কালে ট্যাগ অফিসার হিসেবে একজন থাকার কথা।
অপর দিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌঃকে জিজ্ঞাসা করলে বলেন একজন ট্যাগ অফিসার থাকার কথা উনি ছুটিতে আছেন। উপজেলা নির্বাহী অফিসার কে ফোনদিলে ফোন রিসিভ না হওয়ায় কোন
মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।